বিপিডিবি (BPDB) ভাইভা প্রস্তুতিঃ

শুরু ১১/১১/২০১৮ খ্রিঃ
===================
(এই পোস্টটি শুধু পিডিবির মৌখিক পরীক্ষার জন্যই নয় পাওয়ার সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও কম বেশি সহায়ক হবে আশা করি)
প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে, যারা লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেয়েছেন তারা বরাবরই এগিয়ে থাকবেন। প্রকৃতপক্ষে লিখিত পরীক্ষায় অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার নম্বর দিয়ে সেই ঘাটতি পূরণ করা যায় না। কারণ মৌখিক পরীক্ষায় নম্বর ভেরিয়েশন খুব কম হয়। এর অন্যতম প্রধান কারণ হলো একাডেমিক সনদে বলতে গেলে সবাই একই নম্বর পায়। সুতরাং যারা লিখিত ভাল দিয়েছেন তারা অনেকটাই সেভ জোনে আছেন। আর সকল ক্ষেত্রে সেটাই হয়ে থাকে।
[কাট মার্ক (cut mark): যে কোন পরীক্ষা হয়ে গেলেই চারদিকে রব ওঠে ভাই cut mark কত হতে পারে? এই cut mark এর প্রশ্নে দেখবেন এক দল নীরব থাকে সবসময় কারণ তারা ভাল করেই জানে যে, cut mark হলো সেই সর্বনিম্ন নম্বর যা পেয়ে এক বা একাধিক প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পায় মাত্র। এই প্রান্তিয় নম্বর পাওয়া ব্যক্তিদের চাকুরি লাভের সম্ভাবনা খুবই কম। এমনকি মৌখিক পরীক্ষা ভাল দিয়েও চাকরি হবে না। তাই cut mark এর চিন্তা পরিহার করুণ। আরোও ভাল করে পড়ুন । অধিক নম্বর পেয়ে টেকার চেষ্টা করুণ। হতাশ হবেন না। হতাশাবাদীরা সফল হয় না।]
বিঃদ্রঃ cut mark এর নিম্নসীমা নির্ভর করে প্রশ্নের ধরণের উপর। প্রশ্ন কঠিন হলে cut mark কম হয় অন্যদিকে প্রশ্ন সহজ হলে cut mark বেশি হয়। কিন্তু ঘুরেফিরে ঔ একই কথা, সহজ প্রশ্নের বেশি cut নম্বরে টিকেও আপনার চাকরি হবে না আবার কঠিন প্রশ্নের কম cut নম্বর পেয়েও আপনার চাকরি হবে না। ব্যাপারটা লক্ষ্য রাখবেন। cut mark এর চিন্তা করবে তারাই যারা বিসিএস প্রিলিমিনারি দিবে।
এবারে আসা যাক ১১/১১/২০১৮ খ্রিঃ হতে শুরু মৌখিক পরীক্ষার ব্যাপারেঃ
@@@ এই অংশটা সব ডিপার্টমেন্টের জন্য। এগুলো ভাল করে জেনে নিন। @@@
নিজ জেলা সম্পর্কিতঃ
================
(এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে)
# নিজ জেলা কেন বিখ্যাত?
# অর্থনীতিতে অবদান রাখে এমন কোন শিল্প আছে নিজ জেলায়?
#নিজ জেলায় কোন বিদ্যুৎ কেন্দ্র আছে?
#পিডিবির কী কোন বিদ্যুৎ কেন্দ্র আছে আপনার নিজ জেলায়? থাকলে ক্যাপাসিটি কত? ফুয়েল কী? কি ধরণের পাওয়ার প্ল্যান্ট?
#নিজ জেলায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থাকলে তার নাম, ধরণ, ফুয়েল?
#আপনার গ্রামের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে কোন প্রতিষ্ঠান?
# মুক্তিযুদ্ধে নিজ জেলা কত নম্বর সেক্টরের আওতায় ছিল?
#আপনার জেলায় নির্বাচনী আসন কতটি?
#আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যাক্তির নাম বলেন?
#মুক্তিযুদ্ধে বিশেষ অবদান আছে এমন কোন ব্যাক্তিত্বের নাম বলেন আপনার জেলার?
# জেলার নামের ইতিহাস বলেন?
#নিজ জেলার বিখ্যাত ব্যাক্তির বিশেষ কর্ম/অবদান বলেন?
#বর্তমান পার্লামেন্টে আপনার নিজ জেলার কোন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টা আছে কী?
#আপনার এলাকার সংসদ সদস্যের নাম?
#নিজ জেলায় উপজেলা কতটি?
#নিজ জেলায় বিশেষ কোন পর্যটন স্থান/নদী/অর্থনৈতিক জোন/ইকোপার্ক/স্থাপনা থাকলে তার নাম?
-----------------------------------------------
এবারে,
ডিপার্টমেন্টাল অংশ (তড়িৎ):
====================
মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রধান প্রকৌশলী (পূর্তকর্ম) এর দপ্তরে, তার মানে মৌখিক পরীক্ষা বোর্ডের সভাপতি তিনিই । চীফ স্যার কী কী প্রশ্ন জিজ্ঞেস করতেন পারে সেটা অনেকাংশে নির্ভর করছে তিনি নিজে কোন ডিপার্টমেন্টের এবং চাকরি জীবনের কোন কেন সেক্টরে তিনি কাজ করেছেন । আর নির্ভর করছে বোর্ডের অন্যান্য সদস্যরা কে কোন ফিল্ডের।
বর্তমান চীফ স্যার নিজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এবং চাকরি জীবনের অধিকাংশ সময় জব করেছেন বিতরণে মানে পাওয়ার ডিস্ট্রিবিউশনে।
সুতরাং তড়িৎ প্রকৌশলীদের বলছি আপনারা ডিস্ট্রিবিউশন রিলেটেড প্রস্তুতি বেশি করে গ্রহণ করুণ। তার পাশাপাশি পাওয়ার স্টেশন বিষয়ক বেসিক প্রশ্ন গুলো দেখতে থাকুন।
# বিদ্যুৎ উৎপাদনের কনভেনশনাল সোর্স গুলো কি?
#বেজ লোড, পিক লোড কি?
#লোডসেডিং কেন হয়?
#বাংলাদেশে কত ধরণের ট্রান্সমিশন ভোল্টেজ আছে?
#ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার/সিটি/পিটি?
#সিটির সেকেন্ডারি সর্ট করে রাখা হয় কেন? ওপেন রাখা হয় না কেন?
#লাইটেনিং এ্যারেস্টার?
#সার্জ এবজরবার?
#আইসোলেটর কোন কন্ডিশনে অপারেট করে?
#স্টকব্রীজ ড্যাম্পার কেন ব্যবহার করা হয়?
#বুকহোলজ রিলে কোথায় ব্যবহৃত হয়? কিভাবে অপারেট করে?
#১১ কেভি ট্রান্সফরমারের এলটি সাইডে ০.৪ কিলোভোল্ট কিভাবে পাওয়া যায়?
#ট্রান্সফরমার প্রটেকশন?
#বাস বার প্রটেকশন?
#বিভিন্ন ধরণের রিল? কোন রিলে কোথায় ব্যবহার করা হয়?
#ড্রপআউট ফিউজ কি?
#স্যাগ কি?
# HVDC লাইন বলতে কি বুঝায়?
#লোড ফ্যাক্টর/ডিমান্ড ফ্যাক্টর/এভারেজ লোড?
#করোনা ইফেক্ট কি?
#স্কীন ইফেক্ট কি?
#পিএফআই ব্যাংক কি?
#ডিফারেনশিয়াল রিলে কিভাবে কাজ করে?
#জেনারেটরের প্যারালাল অপারেশন?
#সিনক্রোনাইজেশনের শর্ত?
#ব্যালান্স আন ব্যালান্স লোড কি?
#ফল্ট কত ধরণের? সবচেয়ে ভয়াবহ কোনটি?
#গ্রীড কি?
#ডেল্টা ওয়াই কানেকশন?
#থ্রী ফেজ সার্কিটের পাওয়ারের ইকুয়েশন?
#সোলার প্যানেল কিভাবে অপারেট করে?
--------------------------------------------
ডিপার্টমেন্ট (মেকানিক্যাল):
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এর মৌখিক পরীক্ষা হবে প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) এর দপ্তরে ।
এই চীফ স্যার নিজে মেকানিক্যাল ডিভিশনের। চাকরি জীবনের বড় অংশ কাটিয়েছেন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে। মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে। এই স্যার পাওয়ার প্ল্যান্টের বস। আর বস হলেই বিপদ প্রশ্ন করে বেশি। উত্তর দিয়ে সন্তুষ্ট করা যায় না। তবে স্যার অমায়িক। প্রশ্নের উত্তর না পারলে আপনাকে ওখানেই বুঝানো শুরু করবে।
সুতরাং মেকানিক্যালের ভাইয়েরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বেসিক জিনিস গুলো আবার পড়ে যাবেন। যেমন-বয়লার, পাম্প সম্পর্কিত বিষয়গুলো ভাল ভাবে জেনে যাবেন।
পাওয়া সেক্টর সম্পর্কিত সাধারণ প্রশ্ন যেগুলো তড়িৎ/যান্ত্রিক উভয় গ্রুপই জেনে যাবেন-
===========================
# সর্বশেষ সারা বাংলাদেশে সর্বোচ্চ কত মেগাওয়াট জেনারেশন রেকর্ড অর্জিত হয়েছে?
#জাতীয় গ্রীড সংরক্ষণ/পরিচালনের দায়িত্ব কার?
#দেশের একমাত্র রানিং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ক্যাপাসিটি কত?
#আমাদের দেশের প্রেক্ষাপটে সোলার পাওয়ারের সবচেয়ে বড় অসুবিধা কী?
#দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ক্যপাসিটি কত?
#মৌখিক পরীক্ষার আগের দিন বা ঔ দিন সারাদেশে লোড ডিমান্ড কত?
#ভারত থেকে আমদানিকৃত মোট বিদ্যুতের পরিমান কত?
#এইচএফও বিদ্যুৎ কেন্দ্রের ইফিসিয়েন্সি কত?
#গ্যাস টার্বাইনের ইফিসিয়েন্সি কত?
#তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইফিসিয়েন্সি কত?
#গ্যাস টার্বাইন কোন সাইকেলে কাজ করে?
#ডিজেল ইঞ্জিন কোন সাইকেলে কাজ করে?
#থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন সাইকেলে কাজ করে?
#ক্যালোরিফিক ভ্যালু?
এই পোস্টে সব কাভার করতে পারলাম না। আরো একটা পোস্ট দিব ইনশাআল্লাহ । বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসহ। মৌখিক পরীক্ষা পুরোটাই ভাগ্যের ব্যাপার। কাকে কি ধরবে বলা মুশকিল । তবু স্যারদের ব্যাকগ্রাউন্ড, নিজের অভিজ্ঞতা থেকে এতটুকু লিখলাম। ভুল হলে মাফ করবেন।
আপনাদের সকলের মৌখিক পরীক্ষা ভাল হোক এই কামনায়---
মোঃ ফারুক হোসেন
রুয়েট, ইইই (০৬ ব্যাচ)
সহকারী প্রকৌশলী (তড়িৎ)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।