***বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও তাদের আঘাত হানার তারিখ

# সিডর(চোখ)---15নভেম্বর2007
# নার্গিস(ফুল)----2মে2008
# রেশমি (কোমল)---26অক্টোবর2008
# আইলা (ডলফিন)---25মে2009
# মহাসেন(সর্বশেষ)---16মে2013

বিপিডিবি (BPDB) ভাইভা প্রস্তুতিঃ

শুরু ১১/১১/২০১৮ খ্রিঃ
===================
(এই পোস্টটি শুধু পিডিবির মৌখিক পরীক্ষার জন্যই নয় পাওয়ার সেক্টরের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও কম বেশি সহায়ক হবে আশা করি)
প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে, যারা লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেয়েছেন তারা বরাবরই এগিয়ে থাকবেন। প্রকৃতপক্ষে লিখিত পরীক্ষায় অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার নম্বর দিয়ে সেই ঘাটতি পূরণ করা যায় না। কারণ মৌখিক পরীক্ষায় নম্বর ভেরিয়েশন খুব কম হয়। এর অন্যতম প্রধান কারণ হলো একাডেমিক সনদে বলতে গেলে সবাই একই নম্বর পায়। সুতরাং যারা লিখিত ভাল দিয়েছেন তারা অনেকটাই সেভ জোনে আছেন। আর সকল ক্ষেত্রে সেটাই হয়ে থাকে।

কিভাবে ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায়।

অনেক সময় আমাদের বাংলা কত তারিখ
আমাদের
মনে থাকে না। তাই আজ আমরা শিখব
কিভাবে
ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের
করা
যায়।
প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে
বাংলা সন বের করে নিতে হবে। বাংলা
১লা
বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪
তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য
মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩
থেকে
১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে।

★ "জ্যামিতি সংক্রান্ত শব্দার্থঃ-

Diagram= চিত্র
Circle= বৃত্ত
Polygon= বহুভুজ
Triangle= ত্রিভুজ
Rectangle= আয়তক্ষেত্র
Square= বর্গক্ষেত্র
Rhombus= রম্বস
Quadrilateral= চর্তুভুজ
Parallelogram= সামান্তরিক
Pentagon= পঞ্চভুজ
Hexagon= ষড়ভুজ
Perpendicular= লম্ব
Hypotenuse= অতিভুজ
Area= ক্ষেত্রফল
Volume= আয়তন
Perimeter= পরিসীমা"

মহেশখালী সম্পর্ক জানার প্রয়োজনে

মহেশখালী উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি প্রশাসনিক এলাকা। এই অঞ্চলটি কক্সবাজারের একটি বাটি অঞ্চল দ্বীপ রুপেও পরিবেশিত। কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজার থেকে বিভিন্ন ট্রলার এবং স্পিড বোটে করে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এছাড়াও কেউ কেউ হেলিকপ্টারে করে ও চলাচল করে থাকে। এটি প্রায় ২০০ বছর আগে মহেশ খালি নামে পরিচিত হয়ে উঠে, বৌদ্ধ সেন মহেশ্বর দ্বারাই এটির নামকরণ হয়েছিল। যা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত।

♥ ♥ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ-

1. NEWS = North, East, West, South.
.
2. Chess = Chariot, Horse, Elephant, Soldiers.
.
3.Joke = Joy of Kids Entertainment.
.
4. Aim = Ambition in Mind.
.
5. Date = Day and Time Evolution.
.
6. Eat = Energy And Taste.
.
7. Tea = Taste And Energy Admitted.
.
8. Pen = Power Enriched in Nib.
.
9. Smile = Sweet Memories In Lips Expression.
.
10. DRAMA= Dumb Retard Asking for More
Attention.
.
11. NO= Next Opportunity.
.
12. Bye = Be with You Every time.
# collected

♣♠♥♦মজার মজার ইংরেজি♦♥♠♣

✬ সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-Floccinaucinihilipilification.
✬ 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R= 18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80.
✬ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
✬ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
✬ “I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
✬ “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
✬ “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
✬ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
✬ একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১। বঙ্গবন্ধু উপাধি> ২৩ফেব্রু ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
২। জাতির জনক> ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে
৩। রাজনীতির কবি(Poet of politics) > ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে। 
৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়। 
৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২। 
৬। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
৭।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।
৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
৯।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়। 
১০।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯। 
১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩। 
১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।

বিসিএস_নিয়ে_খুটিনাটি সকল তথ্য:

১) সিভিল সার্ভিস জিনিসটা কি?
উত্তরঃ সিভিল সার্ভিস হচ্ছে সরকারী চাকুরি। যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্তঃ মিলিটারি আর সিভিল। মিলিটারি বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স বোঝায়, আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন(মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস , অডিট , শিক্ষা ইত্যাদি ২৯ টি সার্ভিসকে বোঝায়। এছাড়া জুডিশিয়াল সার্ভিস আছে, বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে- তাঁদের এ আর্টিকেল থেকে বাদ দেয়া হয়েছে।

আমাদের গাজীপুর 💜


১.বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমেদ যিনি গাজীপুর এর সন্তান।
২.মুক্তিযোদ্ধ প্রথম শুরু হয় আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে ১৯ই মার্চ বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক এর নেতৃত্বে।
৩.গাজীপুরের সিটি কর্পোরেশন সর্ববৃহতৎ সিটি কর্পোরেশন।

পৃথিবীর কিছু চমকপ্রদ তথ্য

১। আমাদের সৌর জগতের একমাত্র গ্রহ যার নামকরণ কোনো গ্রীক বা রোমান দেবতার নামানুসারে করা হয়নি। Earth শব্দটি এসেছে ইংরেজি শব্দ “Eorthe” এবং জার্মান শব্দ “Erda” থেকে। যার অর্থ ভূমি বা মাটি।আনুমানিক ৪.৫৪ বিলিয়ন বছর আগে গঠিত হওয়া একমাত্র গ্রহ যেটাতে জানামতে প্রাণের বিকাশ হয়েছে। সূর্য থেকে যার দূরত্ব ৯২.৯৬ মিলিয়ন মাইল।

বিজ্ঞানের জনক

💜১। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
💜২। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
💜৩। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান

তিন বিশ্ব মডেল: প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব ( + চতুর্থ বিশ্ব)

তিন বিশ্ব মডেল: প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব ( + চতুর্থ বিশ্ব)
________________________
:
প্রকৃতপক্ষে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব এই টার্মগুলি ব্যবহৃত হয়েছে বিশ্বকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করার জন্য। এগুলো আকস্মিকভাবে উদ্ভূত হয় নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 'শীতল যুদ্ধ' চলাকালীন সময়ে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার প্রতিযোগিতার ফসল হিসেবে এইসব নামের আবির্ভাব। তারা দুইটি ক্যাম্প বা ব্লক সৃষ্টি করেছিল নিজেদের সুবিধার জন্য। এই ব্লকগুলো গঠিত হয়েছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বের ধারণার উপর ভিত্তি করে।[১]

যারা সরকারী বিদ্যুৎ খাতে কাজ করতে চান তাদের জন্য কিছু তথ্য

যারা সরকারী বিদ্যুৎ খাতে কাজ করতেচান তাদের জন্য কিছু তথ্য আপনারা যারা
সরকারী বিদ্যুৎ খাতে কাজ করতে চান
তাদের জন্য বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর
নিয়ে কিছু কথা:

ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়-

❖ ❖ ❖ ❖ ❖ ❖
১. আপনার নাম কি?
→What's your name?
২.আপনার নামের অর্থ কী?
→What's the meaning of your name?
৩. এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নামবলুন?
→Tell me a famous person's name of the name? or, Tell me a famous person similar ofthe name?.
৪. আপনার জেলার নাম কী?
→What is your district name?
৫.আপনার জেলাটি বিখ্যাত কেন?

পার্থক্য: বায়োডাটা, সিভি, রিজুমে, প্রোফাইল ও পোর্টফোলিও

আর এক মাস পরেই ফলাফল প্রকাশ পাবে।
ফলাফল প্রকাশের পর খুব দ্রুত মামুনকে একটি চাকরি খুঁজে পেতে হবে।
ওদিকে মামুনের বড় বোন থাকেন আমেরিকা। তিনি চাচ্ছেন মামুন পড়াশুনাটা চালিয়ে যাক। দুলাভাই মামুনকে উচ্চতর শিক্ষার জন্য আবেদন করতে কিছু ইউনিভার্সিটির লিস্ট দিয়েছেন।
মামুনের বিয়ের জন্য মামা মেয়ে খুঁজছেন। মেয়েপক্ষ ছেলে সম্পর্কে একটি ডকুমেন্ট চেয়েছে।
মামুন বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন জব পোর্টালগুলোতে চোখ বুলাচ্ছে এবং কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।
কারণ, কোথাও সে দেখছে চাকরিদাতা সিভি চাচ্ছেন কোথাও বা চাচ্ছেন রিজুমে।
আবার কেউ কেউ সংক্ষেপে প্রোফাইল লিখে জমা দিতে বলছেন।
ওদিকে তার  দুলাভাই তার কাছে একটি স্টেটমেন্ট অফ পারপাস (SOP) চেয়েছেন।
মামুনের বন্ধুরা তাকে বিজনেস করার জন্য অনুপ্রাণিত করছে।
কিন্তু বিজনেসের জন্যও আবার একটি ডকুমেন্ট তৈরি করতে হবে।
সবকিছু মিলিয়ে মামুন এখন খুবই চিন্তিত সে যে ডকুমেন্টটি বানিয়েছে সেটি কি সিভি, রিজুমে, বায়োডাটা নাকি প্রোফাইল?
আসলে কি সে সঠিক জায়গায় সঠিক ডকুমেন্টটি পাঠাচ্ছে?
কোন ডকুমেন্টে কোন তথ্যটি রাখবে এবং কোন তথ্যটি রাখবে না তা নিয়ে সে বেশ চিন্তিত।
বন্ধুরা, আমি জানি আপনাদের মাঝে অনেকেই হয়তো এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তো চলুন টেন মিনিট স্কুল ব্লগের এই লেখাটি পড়ে জেনে নেই আসলে বায়োডাটা, সিভি, রিজুমে, প্রোফাইল ও পোর্টফোলিও এর মধ্যে পার্থক্যগুলো কী কী? লেখাটি লিখেছেন কর্পোরেট আস্কের সিইও এবং রেজুমে ডেভলপমেন্ট স্পেশালিষ্ট নিয়াজ আহমেদ।

বছর পূর্তিকে বলা হয়

✪✪✪ মনে রাখুন কাজে দিবে ✪✪✪
.
✪ ২৫ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী।
_
✪ ৫০ বছর পূর্তিকে বলা হয় সূবর্ণ জয়ন্তী।
_
✪ ৬০ বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী।
_
✪ ৭৫ বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী।
_
✪ ১০০ বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ জয়ন্তী।
_
✪ ১৫০ বছর পূর্তিকে বলা হয় সার্ধশত জয়ন্তী।

আলকুমারির কাহিনী : আলকুমারির কাহিনী :

আলকুমারির কাহিনী :
(সত্য ঘঠনা অবলম্বনে)
বাংলাদেশর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। ১৬০০সালের দিকে বড় ধরনের ভূমিকম্পের কারনে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের উৎপত্তি। আটারশত সালের শেষের দিকে এই দ্বীপে মকবুল সিকদার নামে একজন সম্ভ্রান্ত মুসলিম জমিদার ছিল। কথিত রয়েছে তার শতশত দুন(এক দুন সমান ১৬ কানি)সম্পত্তি তামার দলিলে লেখা ছিল। তার এত বেশি মহিশ ছিল মানুষ বাজি রেখেও কোনদিন মহিশের সংখ্যা গনণা করতে পারেনি। তিনি স্বপ্নে দেখার কথা বলে নিজের সম্পত্তি আদিনাতের পাহাড় ও আশপাশের কিছু জায়গা তীর্থ মেলা আয়োজনের জন্য হিন্দুদেরকে দান করেছিলেন। মানুষের ধারনা ছিল হিন্দুদের মাঝেও প্রভাব বিস্তারের জন্য তিনি এ সম্পত্তি দান করেছিলেন।সে সময়ে জমিদার মকবুল সিকদারের আলকুমারি সুন্দরী নামে একমেয়ে ছিল।মেয়েটির রুপ,গুন ও সুন্দর্য্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লে এ অঞ্চলে মেয়েটি আলকুমারি সুন্দরী নামে ব্যাপক পরিচিতি লাভ করে। তার উপযুক্ত বয়সে বিভন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। পোকখালী হতে তজু বলি নামক এক কুস্তিগির আলকুমারির সাথে বিয়ের প্রস্তাব দেয়।সেকালে কুস্তিগিরের প্রভাব ও সামাজিক প্রতিপত্তি ছিল খুবই মর্যাদাবান।সে সময়ের নামকরা কুস্তিগির তজুবুলির সাথে আলকুমারির বিয়েতে রাজি হয়নি পিতা মকবুল সিকদার।প্রভাব কাটিয়ে জোরকরে অপ্রতিকর ঘটনার মাধ্যমে আলকুমারিকে বিয়ে করতে গিয়ে মকবুল সিকদার ও তার বাহিনীর নিকট তজুবলি গুলি খেয়ে নির্মম ভাবে নিহত হয়েছিল। এ ঘটনা সারা অঞ্চলে প্রচার হলে পন্ডিত ব্যক্তি তজুবলিকে নিয়ে গান(হলা)তৈরি করেছিল-
তজুবলি ফুলের বলি

Important Abbreviation

No photo description available.
No photo description available.

কন-শাস-নেস শেষ পর্ব

কন-শাস-নেস
শেষ পর্ব
" রহস্যই সর্বাতীত সৌন্দর্যের প্রতীক। সমস্ত বিজ্ঞান আর শিল্পকলার উৎস হচ্ছে রহস্য। এই অনুভূতিটি যার মধ্যে অনুপস্থিত, বুকভরা জীবন্ত রহস্যের সামনে দাড়িয়েও যার মন বিস্ময়ে অভিভূত হয়ে যায় না, ধরতে হবে তার মৃত্যু হয়েছে, তার মন আর চোখ দুয়েরই। "
- আইনস্টাইন

কন-শাস-নেস পঞ্চম পর্ব

কন-শাস-নেস
পঞ্চম পর্ব
আজকের পর্বটি নিউরাল নেটওয়ার্কের উপর। পর্বটি কিছুটা ম্যাথম্যাটিক্যাল, একটু খেয়াল করে পড়তে হবে।
১। নিউরন
একটা নিউরনে কিছু ইনপুট চ্যানেল থাকে, নাম ডেন্ড্রাইট, আর থাকে একটা আউটপুট চ্যানেল, নাম অ্যাক্সন। বাইপোলার নিউরনও আছে, আপাতত ওইদিকে যাচ্ছি না।
ধরলাম আমাদের নিউরনটায় ৩টা ডেন্ড্রাইট আর একটা অ্যাক্সন আছে। নিউরন করে কি, ডেন্ড্রাইটে যে ইনপুটগুলো আসে সেগুলোকে একটা ওয়েট দিয়ে গুন করে যোগ করে। তারপর যে আউটপুট আসে সেটাকে থ্রেশল্ডিং করে। বেশি জটিল হওয়ার আগে উদাহরণে আসি।

কন-শাস-নেস চতুর্থ পর্ব



কন-শাস-নেস
চতুর্থ পর্ব
"Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean that it is not real?" -Albus Dumbledore
১।
ক্ল্যাশ রয়াল গেমটা আমার কাছে অনেকটা নেশার মত। এই নেশাটা আমার জন্য ক্ষতিকর, স্টিল পুরোপুরি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একদিন কিছুটা ট্রফি বাড়লে নিজেকে বুঝ দেই, আজকে এই পর্যন্তই, পরে আবার খেলা যাবে। একদিন যেতে না যেতেই আবার অস্থির হয়ে উঠি, অনেকক্ষণ তো হোল, আর কত!

কন শাস নেস করটেক্সের গল্প তৃতীয় পর্ব



আপনার ব্রেইনে ৩টা পার্ট। সেরেব্রাম, সেরেবেলাম আর ব্রেইন স্টেম। সেরেব্রামের উপরের লেয়ারটারটার নাম করটেক্স। ব্রেইনের ৮৬ বিলিওন নিউরনের মধ্যে ১৬ বিলিওন থাকে ওই করটেক্সের মধ্যে। আজকের গল্প, করটেক্সের গল্প।
.
.
.
.
শুরু করছি।

কন-শাস-নেস দ্বিতীয় পর্ব

কন-শাস-নেস
দ্বিতীয় পর্ব
"I am, because I think."
১।
চার পাঁচ বছর আগের কথা। তখন প্রথম গুগল কার্ডবোর্ড বাজারে আসলো। আশেপাশে ফ্রেন্ডরা শখ করে কার্ডবোর্ড কিনে ভারচুয়াল রিয়েলিটির এক্সপেরিয়েন্স নিচ্ছে, আমিও একটা কিনলাম। মোটামুটি জিনিস, বেশিক্ষণ VR গেম খেললে চোখ ব্যাথা করে। এই কার্ডবোর্ডের চেয়ে অনেক অনেক ভালো VR এক্সপেরিয়েন্স কিন্তু সম্ভব। চোখে কার্ডবোর্ড না লাগিয়ে সরাসরি ব্রেইনে ভিসুয়্যাল সিগন্যাল দেওয়া যায়। তখন দেখার জন্য আপনার চোখ দরকার হবে না। সরাসরি ব্রেইনে অডিটরি সিগন্যাল দেওয়া যায়। তখন শোনার জন্য কান দরকার হবে না। টাচ, টেম্পারেচার, প্রেশার, আর যত সেন্সর আছে আপনার, সব ডিরেক্টলি ব্রেইনে ইনপুট দেওয়া যায়।

কন-শাস-নেস আত্মার গল্প প্রথম পর্ব

কন-শাস-নেস
আত্মার গল্প
প্রথম পর্ব
"There are known knowns. Then there are known unknowns. And then, there are unknown unknowns."
আমার এক ক্লাসমেট ছিল, মামুন নাম। সম্ভবত মাহমুদা নাজনিন ম্যাডামের ক্লাস। ম্যাডাম পড়ান শেষে একে একে জিজ্ঞাসা করছেন, বুঝেছ? মামুন বলল, না ম্যাডাম, বুঝি নাই। ম্যাডাম বললেন, ঠিক কোন পার্টটা বুঝো নাই? মামুন বলল, কি যে বুঝি নাই তাও বুঝি নাই।

Computer Technology at a glance in Bangladesh

১:-Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email কবে আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google কত সালে আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেনমহিষের
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নামঅসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায় ১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ ফ্রেব্রু ২০১৩ ১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রু:২০১৩
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট
২৯। সাইবার সিটি সিলেট
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious Oracle
3) WINDOW : Wide Interactive Network Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research
5) VIRUS : Vital Information Resources Under Siege
6) UMTS : Universal Mobile Telecommunications System
7) AMOLED: Active-matrix organic light-emitting diode
8) OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access....
Giving Speech in Farewell Ceremony 2k18 at Dhaka University of Engineering & Technology, Gazipur.
Shah Imran

About Bangladesh

Bangladesh officially the People's Republic of Bangladesh  is a country in South Asia. It shares land borders with India and Myanmar (Burma).The country's maritime territory in the Bay of Bengal is roughly equal to the size of its land area.[11] Bangladesh is the world's eighth most populous countryDhaka is its capital and largest city, followed by Chittagong, which has the country's largest port. Bangladesh forms the largest and easternmost part of the Bengal region.[12] Bangladeshis include people from a range of ethnic groups and religions. Bengalis, who speak the official Bengali language, make up 98% of the population.[2][3] The politically dominant Bengali Muslims make the nation the world's third largest Muslim-majority countryIslam is the official religion of Bangladesh.

Source: Wikipedia