পৃথিবীর যেখানে যেতে মন চাইঃ
• পৃথিবীর
সর্বপ্রথম ঘর ও সোনালি অনুপাত অনুযায়ী ভূপৃষ্ঠের কেন্দ্র পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার
ইচ্ছে সারাজীবনের।
• সোনার
মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী(সঃ) এর কবর
যিয়ারত করা প্রবল ইচ্ছে আছে ও মসজিদে নববীর মেজেতে একাকি শুয়ে নিরবে সবুজ গম্বুজটির
দিকে থাকিয়ে অশ্রু ঝরানো, আবেগে আপ্লূত হওয়া ইচ্ছে আজীবনের।
• জেরুজালেমের বাইতুল মোকাদ্দাসে নবী-রাসুলদের স্মৃতি বিজড়িত সব কিছু স্পর্শ করে মনের শুন্যতা পূরনের ইচ্ছে আছে। প্রায় ২ মণ স্বর্ণ দিয়ে খলিফা আব্দুল মালেক কতৃক সংস্কারকৃত ও শহরটিতে দুত্যি ছড়ানো সোনালি গম্বুজটির(ডোম অব দি রক) দিকে অপলক থাকিয়ে থাকতে ইচ্ছে করে।
• পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে বলা হয় সেই ইরানের বিখ্যাত বিখ্যাত ইসলামিক স্থাপনাগুলো অবলোকন করে চোখের শূন্যতা পূরণের আবেগ বহু দিনের ও শহর থেকে শহরে ঘুরতে ইচ্ছে করে।
• মুসলিম বিশ্বের আল-মাগরিব খ্যাত মরক্কোর আটলান্টিক মহাসাগরের পূর্ব পাড়ে অবস্থিত দুনিয়ায় বেহেস্তি মসজিদ ও দুনিয়ায় সবথেকে বড় ধর্মীয় মিনারেত স্থাপনা "মসজিদে হাস্সান-২য়" এর সৌন্দর্য আমাকে বিমোহিত করে। সেটি আমাকে সেখানে যেতে আমন্ত্রণ করে প্রতিনিয়ত।
• বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলের শুভ্রতা ও ভালবাসা আমাকে আপন করে নেয়। তাজ চত্বরের সবার ছবি তোলার সেই রাজকীয় বেঞ্চটিতে *ওনি সহ ছবি তুলে ফ্রেমে বাঁধায় করে রাখতে ইচ্ছে করে।
• দুনিয়ায় বেহেস্তী নদী ইরাকের ফোরাত (ইউফ্রেটিস) নদীর পাড়ে কারবালা প্রান্তরে গিয়ে নবী পরিবারের কষ্ট-মোজাহেদা মনে করে অঝোরে কাদঁতে ইচ্ছে করে, সেই রুক্ষ এবং গরম লাল পাথুরে বালিগুলো ছোয়েঁ ছোয়েঁ তাহাদের জন্য দোয়া করতে ইচ্ছে করে।
• পৃথিবীর বেহেস্তী নদী নীলনদের দান মিসরের কায়রো শহরের ইসলামিক সৌন্দর্য দেখতে মন চায়।
• ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতান ওমর আল সাইফুদ্দিন মসজিদের হ্রদের মধ্যে ভাসমান সোনালী জাহাজটি ছোট বেলায় রূপকথার রাজ্যের মত লাগত। সেখানে গিয়ে পৃথিবীর পূর্ব দিগন্তের অসীমতা উপলব্ধি করতে মন চায়।
• পুরো পৃথিবীর সর্বকালের "প্রিন্স অব বিল্ডার্স" সম্রাট শাহজাহানের তৈরিকৃত দিল্লীর শাহী জামে মসজিদের প্রাঙ্গণে যুগ যুগ ধরে বসবাস করে আসা কবুতরগুলোকে মসজিদ চত্বরে দানাদার খাবার ছিটিয়ে খাওয়াতে ইচ্ছে করে এবং মসজিদ রোডের ঐতিহ্যবাহী মুঘলাই স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করে।
• ভূস্বর্গ কাশ্মীরের শুভ্র পর্বতের প্রবাহমান ছড়া গুলোতে খেলতে ইচ্ছে করে, ফুলশোভিত হ্রদে ডিঙ্গি নৌকা বাইতে ইচ্ছে করে এবং ১০০% কেশ্মির শাল কিনে মা-বাবাকে উপহার দিতে ইচ্ছে করে।
• আল-আন্দালুসিয়া (বর্তমান স্পেন) এর "গ্রেট মসজিদ অব করতোবা" আমার বিষণ প্রিয়। জিব্রাল্টার (জবল-ই-তারিক) প্রনালীর পাড়ে বসে মুসলিম স্পেনের গৌরবান্বিত ইতিহাস মনে করে পুলকিত হতে ইচ্ছে করে।