★ 3g সেবা সর্বপ্রথম বিশ্বে কবে চালু হয় ?
উত্তর:2001 সালে
★ 4g এর প্রকৃত bandwidth কত ?
উত্তর:10 MBps
★ ABC কি ?
উত্তর:১ম ইলেকট্রনিক কম্পিউটার ।
★ ATM এর পূর্ননাম কি ?
উত্তর: Automated teller machine
★ Europe এ সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং নাম কি ?
উত্তর: vk
★ f7 ফাংশন কী কাজ কি ?
উত্তর: spelling check
★ facebook এর সদর দফতর কোথায় ?
উত্তর: california
★ Google কবে প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর: 1998
★ HAL 9000 কি ?
উত্তর: একটি অত্যাধুনিক কম্পিউটার।
★ HTML মানে কি ?
উত্তর: Hyper text markup language
★ OCR মানে কি ?
উত্তর: optical character recognition
★ online pinboard সোশ্যাল নেটওয়ার্কিং site কোনটি? উত্তর: pinterest
★ paste করার জন্য কোন দুটি key press করতে হয় ?
উত্তর: ctrl+v
★ pc তে সর্বপ্রথম operating system ব্যবহার করা হয় ?
উত্তর: 1971
★ printer কি ধরনের device ?
উত্তর: output
★ professional job social networking মাধ্যম কোনটি ?
উত্তর: linkedln
★ ROM এর পূণ রূপ কি ?
উত্তর: Read Only Memory
★ Two way data transfer network কোনটি ?
উত্তর: Duplex
★ www মানে কি ?
উত্তর: world wide web
★ আধুনিক কম্পিউটার এর জনক কে ?
উত্তর: চার্লস ব্যাবেজ
★ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
উত্তর: ডাটা
★ একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ?
উত্তর: কম্পিউটারের প্রধান অংশ ৩টি।
★ কখন সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় ?
উত্তর: ১৯৬৪ সালে
★ কম্পিউটার কি-বোর্ড কয়টি key থাকে ?
উত্তর: ১০৫ ট.
★ প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।
★ প্রশ্ন : কম্পিউটার পদ্ধতির প্রধান অংশ কয়টি?
উত্তর : দুইটি।
★ প্রশ্ন : কম্পিউটার পদ্ধতির প্রধান অংশ কী কী?
উত্তর : হার্ডওয়্যার ও সফটওয়্যার।
★ প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
উত্তর: ৪টি।
★ প্রশ্ন : RAM এর পূর্ণরূপ কী?
উত্তর : Random Access Memory.
★ প্রশ্ন : RAM বলতে কী বোঝায়?
উত্তর : কম্পিউটারের কর্ম এলাকা বোঝায়। এটি একটি অস্থায়ী স্মৃতি।
★ প্রশ্ন : সুপার কম্পিউটারের উদাহরণ কী?
উত্তর : CARY-1.
★ প্রশ্ন : NOVA-3 কোন ধরনের কম্পিউটার?
উত্তর : মিনি কম্পিউটার।
★ প্রশ্ন : হাইব্রিড কম্পিউটার কী?
উত্তর : সমন্বিত অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার।
★ প্রশ্ন : হার্ডওয়্যার কী?
উত্তর : কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলা
হয়।